So, let's talk about Mr. Prince Charming.
রাজকুমারীর রুপকথার গল্প গুলো পড়লে একটা বিষয় সব সময় ফুটে ওঠে তা হলো প্রত্যেকটা গল্পে একজন সুপুরুষ যুবরাজ থাকবে যে রাজকুমারীকে সমূহ বিপদের হাত থেকে বাঁচাবে এবং they will end up living happily forever! খুব ছোট বেলায় এই গল্প গুলো বাচ্চাদের মনে প্রবেশ করিয়ে দেওয়া হয় আর কোন কারণে নয়, লিঙ্গ পরিচয়কে সমাজের প্রচলিত কাঠামোর আদলে গ্রহণ করে নেওয়ার জন্য। এর ইমপ্যাক্টটা হয় খুব মজার। প্রত্যেকটা ছেলে প্রেমে পড়লে সে মনে করে, তার ভালোবাসার মানুষটি প্রচণ্ড কষ্টে আছে এবং তাকে যে করেই হোক তার রাজকুমারীকে উদ্ধার করতে হবে। মেয়েরা সাধারণত এ ধরণের আবেগের প্রতি এক ধরণের পাল্টা আবেগ অনুভব করে এবং এককেন্দ্রিক গুরুত্বকে আপন করে নিয়ে প্রত্যাশিত ভুমিকা পালন করতে থাকে। সমস্যাটা হয় বিয়ে হয়ে যাওয়ার কয়েক বছর পরে, যখন আকর্ষণটা কাটতে আরম্ভ করে কেননা মানব সম্প্রদায়ের জন্য যে কোন আকর্ষণের উপযোগ তার যোগানের পরিমাণের সাথে বিপরীত মুখী সম্পর্ক বজায় রাখে। অবশ্য একদম প্রগৈতিহাসিক সময়কাল থেকেই মানব সম্প্রদায়ের পুরুষ সদস্যদের প্রধান ভুমিকা ছিল খাদ্য সংগ্রহ এবং নিজের সঙ্গী এবং সন্তানকে নিরাপত্তা দান করা। মূলত এই প্যাটার্নের জন্যই সন্তানদের জন্য নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব হয়েছে এবং আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। আমাদের মতো জৈবিক যন্ত্রের জেনেটিকাল কোডে যে কয়েকটি প্রবৃত্তিগত নির্দেশ দেওয়া আছে তার একটি হল বংশ বিস্তার করা যেটি খুব সুন্দর ভাবে SOX9 ক্রোমসমের SRY জিনে লিপিবদ্ধ করা আছে। সুতরাং, ভবিষ্যতে আপনার কোন মেয়েকে যদি ভাল লাগে এবং আপনার ভেতরে যদি 'উদ্ধার করিতে হইবে' নামক আবেগের সঞ্চার হয় এবং আপনার হৃদয়কে ক্রমাগত আঘাত করতে থাকে তবে মনে রাখবেন, ৯০ ভাগ সম্ভাবনা আছে যে ওই মেয়েটি যথেষ্ট ভাল আছে এবং আপনার বস্তুত বাবা হতে ইচ্ছা করছে।
Comments
Post a Comment