হেগেল বলিয়াছেন, মানব সমাজ এরূপ বুদ্ধিমান যে তাহাদিগকে তোষামোদ না করিলে তাহারা বিশ্বাস করিতে চাহে না যে তাহারা মানুষ। তাত্ত্বিক সমাজ বিজ্ঞানী চার্লস হারটন কুলি এনাদের এই বুদ্ধিবৃত্তিক আচরণকে আদর করিয়া নাম দিয়াছিলেন, 'লুকিং গ্লাস সেলফ' যাহাকে বঙ্গানুবাদ করিলে দাড়ায়, 'আপন চোখকে ভুলিয়াও বিশ্বাস করিবে না'। মানুষ বড়ই দুর্দান্ত এবং দুর্লভ প্রাণী বটে! জয় হউক মানবতার!
Lang lebe die Menschheit!
প্রচ্ছদ কৃতজ্ঞতাঃ @Cyanide and Hapiness
Comments
Post a Comment